eaibanglai
Homeএই বাংলায়সর্দার বল্লভ ভাই প্যাটেলে জন্ম সার্ধশতবর্ষ উদযাপনে দুর্গাপুরে "ইউনিটি মার্চ"

সর্দার বল্লভ ভাই প্যাটেলে জন্ম সার্ধশতবর্ষ উদযাপনে দুর্গাপুরে “ইউনিটি মার্চ”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সর্দার বল্লভ ভাই প্যাটেলে জন্ম সার্ধশতবর্ষ বিশেষভাবে পালন করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ৩১ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাটনায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপনের উদ্বোধন করেন। যুবকদের মধ্যে একতা, দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যে ৩১শে অক্টোবর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত একটি বিশেষ পদযাত্রা, “ইউনিটি মার্চ” বা “ঐক্যের শোভাযাত্রা” আয়োজন করা হয়েছে।

দুর্গাপুরেও আয়োজিত হতে চলেছে “ইউনিটি মার্চ”। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনস্ত মেরা যুবা ভারত- দুর্গাপুরে উদ্যোগে আগামী ৭ই নভেম্বর কমলপুরে অবস্থিত এন এস এম এস গ্রুপ অফ ইন্সটিটিউশনে। ওইদিন সকাল ৮টায় প্রতিষ্ঠানের প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রঘুনাথপুর ফুটবল ময়দানে শেষ হবে বিশেষ শোভাযাত্রাটি । বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা ও সাধারণ মানুষ এই শোভাযাত্রায় অংশ নেবে।

এই কর্মসূচী উপলক্ষ্যে হবে আগামী ৫ই নভেম্বর এন এস এম এস কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে অংকন, প্রবন্ধ ও পোস্টার প্রতিযোগিতা। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং সর্বসাধারণ এই দুটি বিভাগে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। প্রবন্ধের বিষয় ‘সর্দার বল্লভ ভাই প্যাটেল – রোল ইন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া”, পোস্টার মেকিং এর বিষয়ে “এক ভারত – আত্মনির্ভর ভারত “।

প্রসঙ্গত সর্দার বল্লভ ভাই প্যাটেলে জন্মদিবসটি “জাতীয় একতা দিবস” হিসেবে উদযাপন করা হয়। এই বছর জাতীয় ঐক্য দিবসের থিম হল “এক ভারত, আত্মনির্ভর ভারত”। এই উদ্যোগের লক্ষ্য হল দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সর্দার প্যাটেলের বিশাল অবদানকে সম্মান জানানো এবং তাঁর আদর্শকে দেশের যুব সমাজের কাছে তুলে ধরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments