নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবছর বাইশ তম বর্ষে পদার্পণ করছে দুর্গাপুরের বড় দুর্গাপুজো গুলির মধ্যে অন্যতম বেঙ্গল অম্বুজার উর্বশী দুর্গাপুজো কমিটির পুজো। বাইশ তম বর্ষে এবার তাঁদের থিমে রয়েছে চমক। এবার শহরের বুকে এক টুকরো পঞ্জাবকে থিমের মাধ্যমে পুজো মণ্ডপে তুলে আনছে উর্বশী পুজো কমিটি। পুজোর বাজেট প্রায় ৪০ লক্ষ টাকা।
শনিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর কাজ শুরু হয়ে গেল উর্বশী দুর্গাপুজো কমিটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জল মুখোপাধ্যায়, বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা।





