eaibanglai
Homeএই বাংলায়শুরু হল দুর্গাপুর উৎসব ২০২৪

শুরু হল দুর্গাপুর উৎসব ২০২৪

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুরু হল দ্বিতীয় দুর্গাপুর উৎসব। শুক্রবার সন্ধ্যায় শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে (চিত্রালয় ময়দান) উৎসবের উদ্বোধন করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক ও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক এস.পেন্নাবলম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, এসবিএসটিসি’র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত, জেলা পরিষেদর সভাপতি বিশ্বনাথ বাউড়ি, পাণ্ডেশ্বরের বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী সহ বিভিন্ন সংস্থার আধিকারিকরা।

এই বছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল দুর্গাপুর উৎসব। আগামী ১২ দিন ধরে চলবে এই উৎসব। এবারে উৎসবের আয়োজন করেছে দুর্গাপুর চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবারের দুর্গাপুর উৎসবে শহরবাসীকে আনন্দ দিতে উপস্থিত থাকেন বাংলা তথা দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী ও গানের দল। এর পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই নজরকাড়া উৎসবের সাক্ষী থাকতে শুধু শহরবাসীই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষজন সমবেত হবেন বলে আশা করছেন উদ্যোক্তরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments