নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত পাঁচই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুর উৎসব ২০২৫। রাজ্য তথা দেশের বিখ্যাত চিত্র তারকা ও সঙ্গীত শিল্পীরা দুর্গাপুর উৎসবের মূল মঞ্চে অনুষ্ঠান করছেন প্রতিদিন। পাশাপাশি স্থানীয় কলাকুশলীরাও উৎসব মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ পাচ্ছেন। গতকাল সন্ধ্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলের নিত্য ও সংগীত শিল্পীদের এক মনোরম অনুষ্ঠান পরিবেশিত হয়। যা দর্শকদের অভিভূত করে। বিশেষ করে কচিকাঁচাদের মনোরম পরিবেশনা দর্শকেরা উপভোগ করেন।

এদিকে হঠাৎই গতকাল সন্ধ্যায় দুর্গাপুর উৎসব ২০২৫ এর অন্যতম কর্মকর্তা পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বেরিয়ে পড়েন মেলা প্রাঙ্গণের প্রতিটি স্টল পর্যবেক্ষণের উদ্দেশ্যে। বিভিন্ন স্টলে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে জানতে চান কোন সমস্যা হচ্ছে কিনা। এরই মধ্যে বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সভাপতির অনুরোধে সংস্থার প্যাভিলিয়নেও উপস্থিত হন বিধায়ক এবং সেখানে উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ আলাপআলোচনা করেন ও তাঁদের অভাব অভিযোগের কথা মন দিয়ে শোনেন। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর এলাকার যুব শ্রমিক নেতা বান্টি সিং, পঙ্কজ রায় সরকার সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ককে কাছে পেয়ে ও তাঁর সঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ পেয়ে আল্পুত হন ফাউন্ডেশনের উপস্থিত সদস্যরা।

প্রসঙ্গত উল্লেখেয গত ৫ ডিসেম্বর রাজ্যের অন্যতম বিশিষ্ট মন্ত্রী অরূপ বিশ্বাস ও দুর্গাপুরের সর্বজন শ্রদ্ধেয় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের হাত ধরে উদ্বোধন হয় বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের প্যাভিলিয়ানের।

শুধু বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নয় এদিন সন্ধ্যায় বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের ১৬ ও ১৭ নম্বর প্যাভিলিয়নে হঠাৎই হাজির হন জেলার অন্যতম যুব নেতা পার্থ দেোয়াশি। তিনিও এদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতন বেঙ্গল ডিজিটাল মিডিয়ার সহযোগিতা কামনা করেন আগামী দিনে যুবসমাজকে একত্রিত করে কেন্দ্রীয় সরকারের আগ্রাসন নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি মনোজ সিংহ এদিন তাকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এক ঝাঁক বিশিষ্ট সমাজসেবী যুবক। যার মধ্যে অন্যতম রাজীব শ্যাম(রাজা), দেবরাজ চক্রবর্তী (রানা), বিপ্লব ভট্টাচার্জী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সভাপতি মনোজ সিংহ এদিন বলেন, “আজকে চাঁদের হাট বসেছিল আমাদের প্যাভিলিয়নে। দুর্গাপুরের অন্যতম অভিভাবক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আগমন, তারপর দুর্গাপুর শিল্পাঞ্চলের সর্বক্ষণ সমাজসেবার সাথে যুক্ত বিশিষ্ট সমাজসেবীদের আগমনে আমরা ধন্য হলাম। বেঙ্গল ডিজিটাল মিডিয়া ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ আগামী দিনে আজকের আগত মাননীয় অতিথিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শিল্পাঞ্চল দুর্গাপুর তথা জেলা পশ্চিম বর্ধমানকে পৃথিবীর মানচিত্রে আলাদা জায়গা করে নেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে।”


















