eaibanglai
Homeএই বাংলায়'ভুলে গিয়ে নাড়ীর টান' থিমে চমক দিতে চলছে দুর্গাপুরের পুজো কমিটি

‘ভুলে গিয়ে নাড়ীর টান’ থিমে চমক দিতে চলছে দুর্গাপুরের পুজো কমিটি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসা বামুনাড়া বিবেকানন্দ পার্ক সর্বজনীন দুর্গাপুজোর কমিটির দুর্গাপুজো এবার ২৪ তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের পুজোর থিম ”ভুলে গিয়ে নাড়ীর টান’, যা মূলত বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে। বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। গত বছরের থিম ছিল ‘দ্বাদশ লিঙ্গ’,যা শহরবাসীর নজর কেড়েছিল। এই বছরের তার থেকেও বেশি মানুষের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা। শনিবার রথের সন্ধিক্ষণে খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল পুজো কমিটি।

বিবেকানন্দ পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোয় এবার অন্যতম চমক প্রত্যাখ সঙ্গীত শিল্পীদের উপস্থিতি। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করবেন সংগীতশিল্পী কেশব দে। দশমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা সঙ্গীতশিলিপী বিনোদ রাঠৌর ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments