নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভরা বর্ষায় জলের পাইপ লাইন ফেটে জলের জন্য হাহাকার দুর্গাপুরে। প্রসঙ্গত, দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া এলাকায় রাস্তা নির্মাণের জন্য নগর নিগমের পাইপলাইন ফেটেছে। সেই ফাটল দিয়েই বেরিয়ে যাচ্ছে সব জল। ফলে জল পৌঁছাচ্ছে না মামড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায়। এলাকার নগর নিগমের কলগুলি থেকে পড়ছে না একফোঁটা জল। স্থানীয়রা জানান গত চার দিন ধরে চলছে এই জলসঙ্কট। অভিযোগ এই জলসঙ্কট নিয়ে পুরনিগমের কোনো হেলদেল নেই। এমনকি পাঠানো হয়নি জলের কোন ট্যাঙ্কার। ফলে অনেক দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে এলাকাবাসীকে।
বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,”রাস্তা নির্মাণের জন্য দুর্গাপুর নগর নিগমের পাইপলাইন ফেটে গেছে। সেজন্য এলাকার মানুষ জল পাচ্ছে না। তারপরেও কোন হেলদোল নেই দুর্গাপুর নগর নিগমের। দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছাতে হবে।” দ্রুত জলের সমস্যা সমাধান না হলে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।
যদিও প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা ইঞ্জিনিয়ারদের বিষয়টি জানিয়েছি। দ্রুত পাইপ লাইন মেরামতির করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।”





