eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন জঙ্গলে আগুন, আতঙ্ক

দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন জঙ্গলে আগুন, আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর মহিলা কলেজ সংলগ্ন জঙ্গলে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজে। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে ও দমকল বিভাগে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে কীভাবে ওই আগুন লাগলো তা নিয়ে রহস্য দানা বাঁধে। কলেজের অধ্যক্ষা মহানন্দা কাঞ্জিলাল এদিন বলেন, “মাঝেমধ্যেই পার্শ্ববর্তী বরফকল সংলগ্ন এলাকার দুষ্কৃতীরা তান্ডব চালায়। কলেজের হোস্টেলের কল সহ একাধিক জিনিসপত্র চুরি গেছে এর আগে। এই ঘটনার সাথেও তারা যুক্ত থাকতে পারে। আমরা পুলিশের কাছে নজরদারি বাড়ানোর দাবি করছি। আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”

পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে দুর্গাপুর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments