eaibanglai
Homeএই বাংলায়শহরে অনুষ্ঠিত হতে চলেছে “শ্রমিক মিলন উৎসব ২০২৫”

শহরে অনুষ্ঠিত হতে চলেছে “শ্রমিক মিলন উৎসব ২০২৫”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সমাজের অন্যতম মূল চালিকা শক্তি শ্রমিকগণ। তাদের হাত ধরেই সচল হয় হয় কল-কারখানা, গড়ে ওঠে ঘর,বাড়ি, তৈরি হয় রাজ পথ থেকে রেল পথ, আবার তাদের হাত ধরেই ছুটে চলে পরিবহণ। যাঁদের ছাড়া থমকে যায় সমাজের সমস্তরকম উন্নয়ন কাজ, সেই শ্রমিকদের জন্য প্রতিবছর একটি দিন উদযাপন করে হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন। প্রতিবারের মতো এবারাও হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে “শ্রমিক মিলন উৎসব ২০২৫”। এবার অষ্টম বর্ষে পড়লো এই শ্রমিক মিলন উৎসব।

আগামী রবিবার ২১ ডিসেম্বর দুর্গাপুর ইস্পাত নগরীর অ্যালয় স্টীল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উৎসব। সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যে ৫টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান ও কর্মসূচি। এবারের শ্রমিক মিলন উৎসবে থাকছে স্বাস্থ্যপরীক্ষা, খেলাধুলো, খাওয়াদাওয়া, শব্দ ক্যুইজ (শব্দবাজি), নাচ, গান, আবৃত্তি, হরবোলা ও কথা বলা পুতুল, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর ঢাক, সারা বিশ্বে সাড়া জাগানো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় পুরস্কার প্রাপ্ত বিখ্যাত দলের লোকনৃত্য (নাটুয়া) ইত্যাদি। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সংস্কৃতি জগতের এবং সামাজিক আন্দোলনের বহু বিশিষ্ট ও সুপরিচিত ব্যক্তিত্ব। এবং প্রতিবারের মতোই এবারেও থাকবে সকালের জলখাবার থেকে দুপুরে মধ্যাহ্ন ভোজ ও রাতের নৈশভোজ (প্যাকেট)-এর ব্যবস্থা। এছাড়াও অনুষ্ঠান শেষে থাকবে উপহারের চমক। উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে উপহার।

প্রসঙ্গত হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের উদ্যোগে ২০১৮ সাল থেকে শুরু হয় এই শ্রমিক মিলন উৎসব। উদ্যোক্তাদের দাবি ভারতবর্ষের বুকে প্রথম ও এখনও পর্যন্ত এটিই একমাত্র “শ্রমিক মিলন উৎসব”-যেখানে অংশ নেন স্থায়ী -অস্থায়ী- অবসরপ্রাপ্ত কর্মী, রেড ভলান্টিয়ার সহ নানা গুণীজন, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, স্বক্ষেত্রে কীর্তিমান, সমাজকর্মী, চিকিৎসক, ও দুর্গাপুর এবং মিশ্র ইস্পাত কারখানার প্রধান পরিচালকগণ।

এই উৎসবে যোগ দিতে যোগাযোগ করতে হবে নিম্নলিখিত নম্বরেঃ-

6294737576, 9434470429, 9832160232, 8918945701, 9476231158, 8116806529।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments