eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক দুর্গাপুরের গৃহবধূর

বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক দুর্গাপুরের গৃহবধূর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুরের গৃহবধূ তানিয়া চ্যাটার্জি। গত ২৮ ডিসেম্বর ইউনিভার্স যোগাসনের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। যেখানে মোট ১৪টি দেশ থেকে ৭০০জনের বেশী প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতা হয় দুটি বিভাগে ট্র্যাডিশনাল ও রিদমিক। ৪১থেকে ৪৫ বছর বয়সীদের ট্রাডিশনাল বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা ছিনিয়ে নেন দুর্গাপুরের তানিয়া। তানিয়ার মতে সুস্থ শরীর ও সুস্থ সমাজ গড়তে যোগার ভূমিকা অপরিসীম।

তানিয়া জানান ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলার প্রতি আগ্রহ। তবে যোগা শুরু করেন শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য। তার পর যোগা তাঁর ধ্যান জ্ঞান হয়ে ওঠে। বছর ছয়েক ধরে চলছে তাঁর যোগা অনুশীলন। তানিয়ার মতে যোগার প্রতি ভালোবাসাই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। এই ভালোবাসার জন্যই সংসারের সব কাজ সামলেও প্রতিদিন ভোরে নিয়মিত যোগা অভ্যাস করতে কখনও ভোলেন না তিনি। প্রসঙ্গত উল্লেখ্য তানিয়াদেবীর বিএ দ্বিতীয় বর্ষে পাঠরতা একটি কন্যা সন্তানও রয়েছে। পাশাপাশি তাঁর প্রশিক্ষক স্যারও প্রতিনিয়ত তাঁকে অনুপ্রাণিত করেছেন যা তাঁকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন তানিয়া।

,

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments