eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী যুবক

দুর্গাপুরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী যুবক, এমনটাই দাবি পরিবারের। মৃত যুবকের নাম শ্রেয়স শর্মা, বয়স ২৫ বছর। দুর্গাপুর স্টিল টাউনশিপের নর্থ এভিনিউর বাসিন্দা শ্রেয়সকে এদিন ভোরে শৌচালয়ের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত যুবকের পরিবারের তরফে জানা যায়, গত ৭-৮ মাস ধরে কোক-ওভেন থানার রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক বিবাহিত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শ্রেয়স। পরিবারের দাবি প্রথমে ওই তরুণী বিবাহিত তারা জানতেন না। সম্পর্কে জড়ানোর পর জানা যায় সে বিবাহিত এবং তার ডিভোর্সের মামলা চলছে। যদিও বিষয়টি মেনে নেন সকলে এবং ডিভোর্স হয়ে গেলে বিয়ের চিন্তাভাবনাও করা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে শ্রেয়স ও তার প্রেমিকার মধ্যে আশান্তি শুরু হয় বলে অভিযোগ। এমনকি শ্রেয়সের পরিবারের তরফে বিয়ের প্রস্তাব দেওয়া হলে প্রেমিকার মা জানিয়ে দেন, এখনো তার মেয়ের ডিভর্স হয়নি, ডিভোর্সের পরে কথাবার্তা হবে। এমনকি প্রেমিকা তরুণী ফোনে ভালোভাবে কথাবার্তা বলছিল না বলেও অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল তাদের ছেলে। এবং শেষপর্যন্ত আত্মহননের মতো চরম সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। এলাকায় ভালো ছেলে হিসেবেই শ্রেয়স পরিচিত ছিল বলে সকলে জানান। সে যে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে বিশ্বাস করতে পারছে না যুবকের পরিবার প্রতিবেশী কেউই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments