নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পুজোর মুখে দুর্গাপুর পৌরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি। যোগ্য প্রাপ্যর দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে সরব হয়েছেন পুৌরসভার সাফাই কর্মীদের একাংশ।
প্রসঙ্গত রাজ্য সরকারের মিশন নির্মল বাংলার প্রকল্পের আওতায় দুর্গাপুর পুরঅঞ্চলেও চালু হয়েছে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ। মিশন নির্মল বাংলার প্রকল্পের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু দুর্গাপুরের সাফাই কর্মীদের অভিযোগ ওই কাজের জন্য তাদের আলাদা করে কোনও প্রাপ্য দেওয়া হচ্ছে না। একই বেতনে অন্য প্রকল্পের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে ও প্রাপ্য বেতনের দাবিতে এদিন দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর বোরো অফিসের সামনে বিক্ষোভে সরব হয় সাফাইকর্মীদের একাংশ। প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদবকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় সাফাইকর্মীরা। যদিও প্রশাসকমণ্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব জানান, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। সমস্যা দ্রুত মিটে যাবে। প্রসঙ্গত শিল্পাঞ্চল জুড়ে ড্রেন ও রাস্তা সাফাই সহ সাফাইয়ের কাজে যুক্ত রয়েছেন প্রায় ১৭০০ জন সাফাইকর্মী।