eaibanglai
HomeUncategorizedদশ দফা দাবিতে DYFI এর বিক্ষোব অণ্ডালের DVC গেটের সামনে

দশ দফা দাবিতে DYFI এর বিক্ষোব অণ্ডালের DVC গেটের সামনে

সোমনাথ মুখার্জী, অন্ডাল – শুক্রবার বিকাল চারটা নাগাদ অন্ডালে র DVC কারখানার গেটের সামনে দশ দফা দাবি নিয়ে বিক্ষোভ সামিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী,সমর্থক ও নেতৃত্ব বৃন্দ জমায়েত হন । প্রথমে তারা অন্ডাল BDO অফিসে একটা স্মারকলিপি প্রদান করেন ,এবং বিকালে মিছিল করে DVC গেটের সামনে বিক্ষোভ দেখান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দামোদর অজয় সাউথ ও নর্থ লোকাল কমিটির লোকেরা। তাদের দাবী,DVC কর্তি পক্ষ দলমত নিরব স্থানীয় বেকার যুবক ও যুবতীদের কাজে নিয়োগ করুক।কর্মরত ঠিকা শ্রমিকদের ন্যুনতম বেতন ১৮০০০ করতে হবে।কর্মরত ঠিকা শ্রমিকদের যোগ্যতা অনুসারে skilled করে স্থায়ী করেন করতে হবে। ঠিকা শ্রমিকদের মাসিক বেতন সঠিক সময়ে দিতে হবে।শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ কারখানার ভিতরের সুরক্ষা ও প্রদান করতে হবে। এই রকম দশটি দাবী নিয়ে DYFI এর বিক্ষোভ দেখায় ডিসিসি কর্তপক্ষ কে । যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল প্রচুর পুলিশ ও CISF ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments