eaibanglai
Homeএই বাংলায়পুলিশের প্রচেষ্টায় ই-রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম চালু

পুলিশের প্রচেষ্টায় ই-রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম চালু

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া পৌরসভা এবং জেলা পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় ই-রিকশা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয় ২৬ শে জানুয়ারি। ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া পৌরসভার যৌথ প্রচেষ্টায় বাঁকুড়া শহরে ই-রিকশায় QR কোড যুক্ত নাম্বার প্লেট চালু করা হয়। বাঁকুড়ার পুলিশ বৈভব তিওয়ারি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার এই ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ দর্জি, বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হীরালাল চট্টরাজ এবং অন্যান্য কাউন্সিলর ও জেলা পুলিশ আধিকারিকরা।

বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাঁকুড়া পৌরসভা এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ই-রিকশা বিস্তারের কারণে বাঁকুড়া শহরের যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাটি বাঁকুড়া শহরের বাসিন্দাদের নির্বিঘ্নে পরিবহণ প্রদানে সাহায্য করবে। বিশেষ করে ই-রিকশায় কোনো দুর্ঘটনা ঘটলে ভ্রমণকারী মহিলাদের নিরাপত্তা, যাত্রীদের হারানো লাগেজ QR কোড ভিত্তিক নম্বর প্লেট দ্বারা সহজেই সনাক্ত করা যাবে। QR কোড রেজিস্ট্রেশন নম্বর প্লেট জারি করে চালক ও মালিকদের দেওয়া হয়েছে।

বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, ই-রিক্সা ব্যবস্থা চালু করার প্রচেষ্টা নতুন আকারে করা হয়েছে।এখন পর্যন্ত বাঁকুড়া পৌরসভার অধীনে ৫০০ টিরও বেশি টোটোর নাম নথিভূক্ত হয়েছে। রাতের বেলায় টোটো চালকদের হেডলাইট জ্বালিয়ে রাখার, ডেলিভারি পরিষেবাতে কোনও ত্রুটি না থাকার আবেদন জানান তিনি। টোটো চালকদের যাত্রীদের সাথে ভাল আচরণ করার কথাও জানান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments