সংবাদদাতা, বাঁকুড়াঃ- বন্যপ্রাণী রক্ষায় জঙ্গল মহলের মানুষ অনেক বেশী সচেতন ফের প্রমাণ মিললো বাঁকুড়ায়। অসুস্থ বাজ পাখির ছানা উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন দুই যুবক। বৃহস্পতিবার জেলার সারেঙ্গার ঘটনা।
এদিন সকালে সুব্রত পাইন ও সোমনাথ দুলে নামে সারেঙ্গার দুই যুবক রাইপুর থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। পথে কংসাবতী নদীর ফুলবেড়্যা ঘাট পেরিয়ে একটি গাছের নিচে ঐ বাজপাখির ছানাটি তারা দেখতে পান। সেখান থেকে তা তুলে এনে সারেঙ্গায় বনদপ্তরের হাতে তুলে দেন তারা।
উদ্ধারকারী সুব্রত পাইন বলেন, গাছের নিচে এই পাখিটি পড়েছিল। তা আমাদের নজরে আসায় বনদপ্তরের হাতে তুলে দিলাম। বনদপ্তরের সারেঙ্গা বনাঞ্চলের বনাধিকারিক রাজীব লামা বলেন, এখন বেশ কিছুদিন চিকিৎসকদের তত্বাবধানে রাখা হবে। পাখিটি এতোটাই বাচ্চা যে এখনই ছেড়ে দেওয়ার পরিস্থিতিতে নেই। এখন পাখিটি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।