eaibanglai
Homeএই বাংলায়খনিতে বিস্ফোরণের জন্য ব্যবহৃত বারুদ পরিবহন অ্যাম্বুলেন্সে, বিতর্ক

খনিতে বিস্ফোরণের জন্য ব্যবহৃত বারুদ পরিবহন অ্যাম্বুলেন্সে, বিতর্ক

সংবাদদাতা,আসানসোলঃ– খনিতে বিস্ফোরণের জন্য ব্যবহৃত বারুদ পরিবহণের অভিযোগ উঠল ই সি এল-এর অ্যাম্বুলেন্সে করে। মারাত্মক এই চিত্র ধরা পড়েছে কাজোড়া এরিয়ার সেন্ট্রাল কাজোড়া কোলিয়ারিতে। সুরক্ষা জনিত কারণে খনিতে ব্যবহৃত বারুদ পরিবহণ ও রক্ষণাবেক্ষণের বিশেষ নিয়ম রয়েছে। শ্রমিক ও স্থানীয়দের সুরক্ষার তোয়াক্কা না করে কীভাবে এক সাথে বিপুল পরিমাণ বিস্ফোরক পরিবহণের জন্য অ্যাম্বুল্যান্স ব্যবহার হল তার উত্তর অবশ্যে মেলেনি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইসিএল কর্তৃপক্ষ।

যদিও অ্যাম্বুলেন্সের চালক দাবি করেছেন, কোলিয়ারির ম্যানেজারের নির্দেশেই তিনি বিপজ্জনক বারুদ অ্যাম্বুলেন্সে করে পরিবহন করতে বাধ্য হয়েছেন।

ঘটনাটিকে ঘিরে এদিন ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে। খনি শ্রমিক ও স্থানীয়দের দাবি, এভাবে খনির নিরাপত্তা ও শ্রমিকদের জীবন নিয়ে খেলা করছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ইসিএল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments