eaibanglai
Homeএই বাংলায়যোগেন্দ্র তিওয়ারির সমস্ত ঠিকানায় ইডির অভিযান

যোগেন্দ্র তিওয়ারির সমস্ত ঠিকানায় ইডির অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ– বুধবার সকালে জমি ও মদের ঘোটালা মামলায় ইডির টিম ঝাড়খণ্ডের বিত্ত মন্ত্রী রামেশ্বর ওঁরাও এর ছেলে রোহিত ওঁরাও এর ঘর সহ রাঁচী ধানবাদ দুমকা দেওঘর গোড্ডার মোট ৩২ টি ঠিকানায় অভিযান চালায়। এদিন ইডির দল রাঁচীর সাতটি ঠিকানার একসাথে অভিযান চালায়। ইডির টিম জমি কেলেঙ্কারিতে দেওঘরে অভিযান চালাচ্ছে, তেমনই মদ বা অ‍্যালকোহোলের কেলেঙ্কারিতে রাঁচী ও দুমকার যোগেন্দ্র তিওয়ারির সহযোগীদের ঠিকানায় অভিযান চালাচ্ছে ইডি।

সূত্র মারফত জানা গেছে, ছত্তিশগড় অ‍্যালকোহল কনসালটেন্ট, সরবরাহকারী ও ঝাড়খণ্ডের উৎপাদন বিভাগ একসাথে ঝাড়খণ্ডের সরকারি রাজস্বের ৪৫০ কোটি টাকারও বেশি ক্ষতি সাধন করেছে। ঝাড়খণ্ডের নতুন মাদক নীতির পরামর্শদাতা অরুণ পতি ত্রিপাঠীকেই ছত্তিশগড় মাদক কেলেঙ্কারির মুখ‍্য অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার ওপর মূল অভিযোগ, সে কেন্দ্রের সরকার ও ছত্তিশগড় রাজ‍্যের সহমতি ছাড়াই ঝাড়খণ্ডের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। নিয়ম অনুসারে ঝাড়খণ্ডের পরামর্শদাতা হিসাবে নিযুক্ত হওয়ার জন‍্যে তাকে তার মূল অবস্থান তথা ছত্তিশগড় সরকারের অনুমতিপত্র নেওয়া আবশ‍্যিক ছিল। তার ওপর ছত্তিশগড়ে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে যে একটি নকল কোম্পানি বানিয়ে ছত্তিশগড়ে হলোগ্রাম ছাপানোর। ছত্তিশগড়ের তিনটি কোম্পানির নাম সামনে এসেছে মাদক কেলেঙ্কারিতে। সোজাসুজি হস্তক্ষেপ রয়েছে ঝাড়খণ্ডের মাদক নীতিতেও তার। মন্ত্রী রামেশ্বর ওঁরাও এর ছেলে রোহিত ওঁরাও এর সাথে মদের কারবারি যোগেন্দ্র তিওয়ারির যোগাযোগ রয়েছে। সেই সূত্রেই চালানো হচ্ছে তাদের সমস্ত ঠিকানায় অভিযান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments