সংবাদদাতা,বাঁকুড়াঃ– হাতির হানায় মৃত্যুর ঘটনা নতুন নয় বাঁকুড়া জেলায়। নতুন বছরের শুরুতেই আবারও বুনো হাতির তাণ্ডবে প্রাণ গেল বাঁকুড়া জেলার দুজনের। প্রথম ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার অন্তর্গত সংগ্রামপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম মঙ্গল বাউরি, বয়স ৪৩বছর। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত ঝরিয়া গ্রামে। মৃত ব্যক্তির নাম তুলসি বটব্যাল, বয়স ৭২ বছর।
জানা গেছে গতকাল রোজকারের মতো কাজ থেকে বাড়ি ফিরে অসুস্থ স্ত্রীর ওষুধ আনার জন্য নিকটস্থ বাঁধকানা মোড়ে গিয়েছিলেন বেলিয়াতোড়ের সংগ্রামপুর গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী মঙ্গল বাউরি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পথে হাতির হানায় মৃত্যু হয় তাঁর।
অন্যদিকে গতকাল নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন বড়জোড়ার ঝরিয়া গ্রামের বাসিন্দা প্রৌঢ় তুলসি বটব্যাল। মধ্যরাতে তাঁর বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে একটি দাঁতাল। এবং শুঁড়ে তুলে প্রৌঢ়কে আছাড় মারলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে হাতির হানায় মৃত্যুর ঘটনায় বনদপ্তরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন মৃতদের গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি বনদপ্তর থেকে একবারও খবর নেওয়া হয়নি । পাশাপাশি হাতির হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। এখন বনদপ্তর পুরো বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।