সংবাদদাতা, বাঁকুড়া : ফের হাতির আক্রমণে আহত হল এক ব্যক্তি। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার আস্থাসোল্ গ্রামে। প্রসঙ্গত গতপৌরসু বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আবু জাফর মন্ডল নামে ১৯ বছর বয়সি যুবক হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছিলো । তারপর আবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে। আহত ব্যক্তির নাম পল্টু পন্ডিত,বয়স ৫২ বছর । বাড়ী বিষ্ণুপুর থানার আস্থাসোল্ গ্রামে। স্থানীয় সুত্রে খবর, এদিন তিনি নিজের ধান জমিতে ধান দেখতে গিয়েছিলেন। সেই সময় আস্থাশোল বনে থাকা ৩০ টির মত একটি হাতির দল পল্টু বাবুকে তাড়া করে এবং একটা হাতি তাকে শুরে করে ছুড়ে ফেলেদেয় ফলে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় গ্রামবাসীরা তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলেন তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই মুহূর্তে সেখানেই তার চিকিৎসা চলছে। তবে বারবার এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে বনদপ্তরের ভূমিকা নিয়ে। স্থানীয়দের অভিযোগ বনদপ্তর সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করছেন না যার জেরে বারবার এই ধরনের দুর্ঘনার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের ।