সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- দুর্গাপুরের কাঁকসা ব্লকের বিরুডিহা এলাকা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতকে রবিবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কাঁকসা থানার পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় রাজ্য পুলিশের এসটিএফের কাছে এলাকায় জাল নোটের লেনদেনের খবর ছিল। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে কাঁকসার বিরুডিহার কাছে একটি হোটেলের সামনে হানা দিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী করেন এসটিএফ দলের সদস্যরা। ওই ব্য়ক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার হয়, যার মূল্য কয়েক লক্ষ টাকা। এরপরই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই জাল নোটগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং ধৃত ব্যক্তি সেগুলি পাচারের চেষ্টা করছিল। এই জাল নোট চক্রের সাথে আর কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।