সংবাদদাতা , বাঁকুড়াঃ- অপহরণ করে নিয়ে পালানোর অভিযোগে মায়ের বাপের বাড়ির লোকজন বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা বাঁকুড়া সদর থানার জুনবেদিয়ামোড় এলাকায়। একটি মারুতি ভ্যান করে অপহরণ করে নিয়ে যাচ্ছিল শাফিউল নামে একটি সাত বছর ছেলেকে। স্থানীয় মানুষ গাড়িটিকে আটক করে। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িটিতে। মারধর করা হয় ওই গাড়িতে থাকা চালকসহ পাঁচজন জনকে। বাঁকুড়া থানার পুলিশ গিয়ে পাঁচজনকে উদ্ধার করে আটক করে।
স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের কারণে আলাদা থাকতেন বাঁকুড়ার জয়পুরের কুম্ভস্থল বাসিন্দা আমিরুল সেখ ও তার স্ত্রী সবুজ খাতুন খবর স্থানীয় সূত্রে। আমিরুল সেখ বেশ কয়েকদিন ধরেই আলাদা থাকতেন। তাদের একমাত্র সন্তান সামিউল বাবার কাছে থাকতো। সম্পতি পড়াশোনা সুবিধার জন্য সাফিকুলকে বাঁকুড়ার খিষ্টানডাঙ্গা এলাকায় তার বোনের কাছে রেখে যায় শেখ আমিরুল। সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। আজ স্কুল থেকে বাড়ি ফেরার সময় মায়ের বাপের বাড়ির লোকজন জোর করে তাকে মারুটি ভ্যানের তুলে নেন বলে অভিযোগ। অপহরন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাঁকুড়া জুনবেদিয়া মোড় এলাকায় স্থানীয় মানুষের সন্দেহ হয় গাড়িটিকে প্রথমে আটক করে। তারপর বিষয়টি জানার পর তাদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় চালক সহ পাঁচজনকে। স্থানীয়রা ভাঙচুর চালায় মারুতি ভ্যানটিতেও।পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে বাঁকুড়া সদর থানায় নিয়ে যায়।