eaibanglai
Homeএই বাংলায়মহাদেবকে কোন‌ ফুল দেওয়া বারণ জানেন তো?

মহাদেবকে কোন‌ ফুল দেওয়া বারণ জানেন তো?

সঙ্গীতা চ্যাটার্জীঃ- শ্রাবণ মাস মানেই শিব পুজো। শিব ভক্তরা এই মাসে শিব আরাধনায় রত থাকেন, কিন্তু জানেন কি, এমন কতগুলি ফুল আছে যেগুলো শিব পুজোয় দেওয়া উচিত নয়, শিবপূজায় কোন কোন ফুল দেওয়া নিষেধ চলুন জেনে নিই আজকে।

শৈব আগমে সদাশিব নির্দেশ দিয়েছেন যে কুন্দ, কেতকী, যুথীকা, নবমল্লিকা, নিম্ব, শিরীষ, কুষ্মাণ্ড, শাল্মলী, করঞ্জ, কুমুদ, কিংশুক, লাঙ্গলী, অতিমুক্তা, বন্ধুকপুষ্প, কুসুম, দাডিমী, মদয়ন্তি, মাধবী, সর্জক, বিভীতা, দীপ্তা, কার্পাস, শ্রীকর্ণ, মৎসাক্ষী এসব ফুল শিবকে দেওয়া নিষেধ।

শৈবআগম মতে, কোন‌ও রকম ভাবে নীচে পড়ে যাওয়া ফুল, বাসি ফুল, গন্ধহীন ফুল, উগ্রগন্ধের ফুল ও শিবকে দেওয়া চলে না।

আবার বঙ্গীয় আচার মতে শিবকে রক্তজবা, রক্তকরবী, সন্ধ্যামালতী, শেফালি এইসব ফুল দেওয়া উচিত নয়।

তবে শিবের পছন্দ স‌ই ফুলের অভাবে ও অনন্য ভক্তিসহকারে যে কোনো ফুল দেবাদিদেব মহাদেবকে প্রদান করলে তিনি তা গ্রহণ করেন। কারণ তিনি তো ভোলা মহেশ্বর। অল্পতেই তিনি সন্তুষ্ট হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments