সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলায় ৯ ই ফেব্রুয়ারি সারা ভারত কৃষক সভার সাধারণ সভা হল। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষক নেতা সঞ্জয় পুত কুণ্ডু, অজিত পতি, জেলা সম্পাদক যদুনাথ রায়, জেলা সভাপতি ষডানন পানডে ও জেলার অন্যান্য নেতৃত্ব। সাধারণ সভায় বাঁকুড়া জেলার প্রতিটি অঞ্চল ও থানার ৩৫০ জনের মতো নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই সভায় আলোচনা হয় কৃষক জীবনের দুর্বিষহ যন্ত্রণা নিয়ে কৃষকরা ঠিক মতো ধানের দাম পাচ্ছে না। বাজেটে কৃষকদের কথা উল্লেখ্য করা হয়নি, সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়াবে কৃষকদের ফসল তৈরি করতে আরও কষ্ট হবে। আগামী দিনে কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।