সঙ্গীতা চৌধুরীঃ- আমাদের সবার মধ্যেই কমবেশি দায়িত্বের ভয় রয়েছে। আজ চলুন জেনে নিই দায়িত্বের ভয়কে কীভাবে জয় করবেন? একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন,“প্রমোশন পেয়ে অফিসার হয়েছি গত মাসে। কিন্তু মনে একটা ভয় হচ্ছে নতুন দায়িত্ব সামলাতে পারব কিনা।”
স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন,“আরে মশাই, রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হয়ে বিহার চালাতে পারেন, আর আপনি একটা অফিস চালাতে পারবেন না? খুব পারবেন। অন্তত এক বছর কাজ করে দেখুন। আগেই ভয় পেয়ে লাভ কি? অধিকাংশ ভয়ই তো কাল্পনিক। অতীত জীবনের কথা মনে করুন। জীবনে বহুবার সমস্যা এসেছে। আপনি তার সমাধানও করেছিলেন। অতএব চিন্তা করবেন না। ঠাকুরকে স্মরণ করে এগিয়ে যান।”





