সংবাদদাতা, আসানসোলঃ- আন্তর্জাতিক সমাজসেবী ও বিখ্যাত আন্তর্জাতিক ব্যবসায়ী এবং এফকে গ্রুপের চেয়ারম্যান, ফিরোজ খান এফকে, যিনি সারা বছর ধরে ভারত ও বিদেশে ব্যবসার পাশাপাশি তাঁর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন বিভাগে কাজ করেন। বর্তমানেও তাঁর কাজ অনবরত চলছে। তাঁর এই কাজগুলির পরিপ্রেক্ষিতে, সেইসাথে ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রচারে তাঁর সক্রিয়তার পরিপ্রেক্ষিতে, ফিরোজ খান এফকেকে ভারতের মর্যাদাপূর্ণ সংস্থা কাউন্সিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশনের উপদেষ্টা কমিটির ডাইরেক্টর করা হয়েছিল। ফিরোজ খান এফকের এই পদ পেয়ে মানুষ খুবই খুশি এবং শিল্পাঞ্চলের মানুষের পাশাপাশি দেশ-বিদেশ থেকেও তাঁকে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে গেছে।
ফিরোজ খান এফকে বলেন, এই সংগঠন তাঁকে এত গুরুত্বপূর্ণ পদ দিয়ে সম্মান ও দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব তিনি তাঁর সমস্ত হৃদয় এবং কঠোর পরিশ্রমে পালন করবেন, যাতে এই সংস্থাটি সারা বিশ্বে উন্নতি করে এবং একই সাথে ভারতও বিখ্যাত হয়। তিনি চান শিল্পেরও বিকাশ হোক, প্রতিটি সেক্টরে উন্নয়ন হোক এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ুক এবং দেশের অর্থনীতির উন্নতি হোক এবং সবাই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।