সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের জামুড়িয়ার সাত গ্রাম এরিয়ার সাত গ্রাম প্রজেক্ট কয়লাখনিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল। খনি সূত্রে খবর প্রায় ৮০০ ফুট গভীরে পরিতক্ত কয়লা খনি স্তরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খনি গহ্বরের সুরঙ্গের মধ্যে কর্মরত শ্রমিকরা ওই আগুন দেখতে পেয়ে উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ও আগুন নেভানোর জন্য ব্যবস্থা গ্রহন করেন। পাশাপাশি কর্মরত শ্রমিকদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
দ্রুত আগুন ছড়িয়ে পড়া রুখতে এবং যেখানে আগুন লেগেছে সেখানে অক্সিজেন যাতে পৌঁছতে না পারে তার জন্য স্টপিং-এর ব্যবস্থা করে খনি কর্তৃপক্ষ। যে অংশ দিয়ে ধোঁয়া বেরচ্ছে সেখানে বালি, ইট সহ বিভিন্ন সামগ্রী দিয়ে বন্ধ করার চেষ্টা চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খনি গর্ভে যেখানে আগু লেগেছে সেখানে পৌঁছেছে অগ্নি নির্বাপক কর্মীরা এবং খনিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য এর আগে, কয়লা খনির অভ্যন্তরে আগুন লাগার ঘটনা ঘটেছিল কুনুস্তরিয়া এরিয়ায়। সেই আগুন এতটাই ভয়াবহ ছিল যে দীর্ঘ কয়েক বছর সেই কয়লা খনি বন্ধ রাখা হয়। তবে এক্ষেত্রে আগুনের ভয়াবহতা ততটা নয় বলেই মৌখিকভাবে জানিয়েছেন খনি আধিকারিকরা, তবে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তারা কোনো মন্তব্য করতে চাননি।