সংবাদদাতা, কাটোয়াঃ- ৩৭৯৭২, ২ টোর আপ হাওড়া কাটোয়া লোকালে হঠাৎই আগুন লেগে যাওয়ার আতঙ্ক ছড়ায় শনিবার দুপুরে। যার জেরে ট্রেন থেকে বেশিরভাগ যাত্রী নেমে কালনা স্টেশনে নেমে ছোটাছুটি শুরু করে দেয়। সাথে সাথে ছুটে আসে কালনা স্টেশনে কতব্যরত আরপিএফ রা। যার ফলে বেশ কিছুক্ষুন ট্রেন দাড়িয়ে যায় কালনা স্টেশনে। কিছুক্ষনের মধ্যেই জানা যায় ট্রেনের বগির মাঝে যান্ত্রিক ত্রুটির কারনে কিছুটা ধোয়া দেখা যায় আর মানুষ তা আগুন ভেবে নেমে পরে। তার কিছুক্ষনের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।