eaibanglai
Homeএই বাংলায়নির্বিঘ্নে শেষ হলো প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা

নির্বিঘ্নে শেষ হলো প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি,দক্ষিন দিনাজপুরঃ মঙ্গলবার শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থী ৮,১৬,২৪৩ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৬৩,৪১৩ জন বেশি। রাজ্য জুড়ে ২১১৭টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হল। প্রথম দিন বাংলা পরীক্ষার প্রশ্নপত্র সহজ হওয়ায় হাসি মুখ দেখা যায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের, তারা নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে সহাস্যে বেরিয়ে আসে পরীক্ষা কেন্দ্রের বাইরে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পরীক্ষা কেন্দ্রে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল পুলিশ বাহিনী ও সিভিক ভলেন্টিয়ার্স। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনরকম যানবাহন চলাচল ও অভিভাবকদের চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের তরফ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৪৭টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোট ১৪ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যার মধ্যে ৬৭২৭ জন ছাত্র এবং ৮১৬৫ জন ছাত্রী রয়েছে। সব পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতেই কড়া নজরদারি রাখা হহয়েছে। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছতে পারে তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও বেসরকারি বাস মালিক সংগঠন গুলির পক্ষ থেকে বিভিন্ন রুটে যাতে সময় মেনে বাসগুলি সঠিক ভাবে চলাচল করে সেদিকে নজর রাখা হচ্ছে। যান নিয়ন্ত্রণে পুলিস বিশেষ ব্যবস্থা নিচ্ছে। এবছর জেলায় ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রথম দিনের পরিক্ষা নির্বিঘ্নে সমাপ্ত হওয়ায় নিশ্চিন্ত হয়ে বাড়িমুখো হলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের চিন্তিত অভিভাবকরা। আগামীকাল অর্থাৎ বুধবার দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে তারই তৈরিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। এদিকে জেলা জুড়ে পরীক্ষার্থীদের সুবিধার্থে যানবাহন অতিরিক্ত করা হয় প্রশাসনের তরফ থেকে যে কারণে প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের একাংশ। অন্যদিকে, এদিন পরীক্ষা কেন্দ্র গুলির বাইরে অভিবাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments