শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- বিদ্যালয় স্তরীয় সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগীতায় অনুর্দ্ধ ১৫, ১৭ (বালক) ও অনুর্দ্ধ ১৭ (বালিকা) বিভাগে খাতড়া মহকুমা এলাকা থেকে তিনটি দল জেলা স্তরের প্রতিযোগীতায় পৌঁছে গেল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার এই ফুটবল প্রতিযোগীতায় খাতড়া মহকুমা এলাকার স্কুল গুলি থেকে মোট ২৯ টি দল অংশগ্রহণ করেছিল। গত তিন ধরে খাতড়া খড়িডুংরী স্টেডিয়ামে তিনটি বিভাগের খেলা অনুষ্ঠিত হয়। এবার অনূর্ধ্ব ১৭ (বালক) বিভাগে ১৩ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। ফাইনালে জয়ী হয়েছে মশানঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়। অন্যদিকে, অনূর্ধ্ব ১৫ (বালক) বিভাগে ১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। ফাইনালে জয়ী হয়েছে সারেঙ্গা মহাত্মা স্মৃতি বিদ্যাপীঠ। এছাড়াও অনূর্ধ্ব ১৭ (বালিকা) বিভাগে ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করেছিল। ফাইনালে জয়ী হয়েছে খাতড়া গার্লস উচ্চ বিদ্যালয়। জেলা স্তরের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে আগামী শনিবার। বুধবার খেলার শেষ দিনে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত হয়েছিলেন খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, খাতড়া বিডিও দেবজিৎ রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।