শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- বন ও বণ্যপ্রাণ রক্ষার আবেদন জানিয়ে এবার জঙ্গল মহলে জনসচেতনতা তৈরীতে পথে নামলো বনদপ্তর। বৃহস্পতিবার বনদপ্তরের উদ্যোগে রানীবাঁধের চালথা মোড় থেকে তিলাগাড়া পর্যন্ত সাইকেল মিছিলে অংশ নিলেন ওই এলাকার অসংখ্য ছাত্র, ছাত্রী, বন সুরক্ষা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, বনদপ্তরের কর্মী আধিকারিক সহ অন্যান্যরা। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মূখ্য বনপাল কুলান ডাইভাল, রানীবাঁধ থানার আই.সি সহ অন্যান্যরা।
উল্লেখ্য, বসন্তের পাতাঝরা মরশুমে ফি বছর জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে। কেউ বা কারা ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এই কাজ করে বলে অভিযোগ। জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় এক দিকে গাছ গাছালির যেমন ক্ষতি হয়, অন্যদিকে তেমনি অসংখ্য নিরীহ জীবজন্তু ওই আগুনে পুড়ে মারা যায়। ফলে বাস্তুতন্ত্র ধ্বংসের পাশাপাশি পরিবেশের ভারসাম্য হারানোর সম্ভাবনা তৈরী হয়েছে। এই অবস্থায় বনদপ্তরের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন। পরে এক জনসচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন মূখ্য বনপাল কুলান ডাইভাল।