eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ধরনায় প্রাক্তন মেয়র

আসানসোলে ধরনায় প্রাক্তন মেয়র

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– পুরবাসীরা পুরপরিসেবা থেকে বঞ্চিত। ভোটের সময় তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে আসানসোল পুরনিগম দখল করে, কিন্তু মানুষেরা নাগরিক পরিষেবা পাচ্ছেন না। এমনই অভিযোগ তুলে ও এলাকার উন্নয়নের দাবিতে সোমবার সকালে আসানসোলের মঙ্গল পান্ডে সেতুর কাছে প্রতীকী ধরনা প্রদর্শন করলেন শহরের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। ধরনা মঞ্চে তার সঙ্গ দেন আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্ত, প্রাক্তন কাউন্সিলর ভৃগু ঠাকুর সহ অন্যান্যরা।

জিতেন্দ্র তেওয়ারি ও চৈতালি তেওয়ারি আসানসোল পুরনিগমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করেন, পুরনিগম কর্তৃপক্ষ রেলপার এলাকার মানুষকে বঞ্চিত করে গাড়ুই নদী সংস্কার করছে না। ফলে অল্প বৃষ্টি হলেও এলাকা জলের তলায় ডুবে যাচ্ছে। প্রতি বছর বর্ষায় এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় ও কিছু মানুষ প্রাণ হারায়। পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও স্ট্রিট লাইটের অবস্থাও বেহাল। এছাড়াও এলাকার ২৭৫০ জনের পেনশন ও ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন প্রতীকী ধরনা বিক্ষোভ দেখানো হলেও এর পরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় তবে এই এলাকার বাসিন্দাদেরকে সাথে নিয়ে বড় আকারের আন্দোলনের হুমকিও দেন আসানসোলের প্রাক্তন মেয়র।

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির প্রতিবাদ ও রেলপার এলাকাকে বঞ্চিত করার অভিযোগ প্রসঙ্গে আসানসোল পুরনিগমের বোরো কমিটির চেয়ারম্যান উৎপল সিনহার বলেন, জিতেন্দ্র তিওয়ারি কিছু জানেন না। এটা বাস্তব যে ২০২১ সাল থেকে আসানসোল পুরনিগম গাড়ুই নদী পরিষ্কার করছে। এখন পরিস্থিতি আগের মতো নেই। এখন নদীতে বন্যার কারণে মানুষ আর সমস্যায় পড়েন না। তিনি আরো বলেন, জিতেন্দ্র তিওয়ারি যে দলে আছেন তার বাস্তবতা সম্পর্কে কোন জ্ঞান নেই। তিনি যে দলে আছেন সেই সংগঠনটি এতটা মজবুত নয় যে তিনি এই বিষয়গুলো জানতে পারেন। তবে রেলপার এলাকার ২৭৫০ জনের পেনশন বন্ধের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা সরকারি বিষয়। এর উত্তর মন্ত্রী বা পুরনিগমের মেয়রই দিতে পারবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments