eaibanglai
Homeদক্ষিণ বাংলাব্যাঙ্ক থেকে টাকা প্রতারণা চক্রের চার পাণ্ডা গ্রেফতার

ব্যাঙ্ক থেকে টাকা প্রতারণা চক্রের চার পাণ্ডা গ্রেফতার

সংবাদদাতা, বীরভূম:- ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে ধরা পড়লো চারজন। দুবরাজপুর থানা ও বীরভূম জেলা সাইবার ক্রাইম থানা এক হয়ে দুবরাজপুর থেকে ওই চারজনকে গ্রেফতার করে। অভিযোগ বিভিন্ন জনকে গ্যাসের ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত ঢুকছে না, তাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের যোগ করিয়ে দেওয়ার নামে বলে ভুল বুঝিয়ে প্রতারণা করতো গোপীনাথ মণ্ডল, নির্মল মণ্ডল, সেন্টু গোপ ও মনোজ মণ্ডল। দুবরাজপুর থানার মেটেলা গ্রামে তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কে ওয়াই সির জন্য অন লাইনে ফরম ভর্ত্তির নাম করে আধার নম্বর, ব্যাঙ্ক একাউন্টের নম্বর নিয়ে জালিয়াতি করতো। গ্রাহকের নামে অ্যাকাউন্ট খুলে ই ব্যাঙ্কিং থেকে তারা টাকা তুলতে শুরু করতো। দুবরাজপুর এলাকার আইনজীবী অমিতারঞ্জন চট্টরাজের অ্যাকাউন্ট থেকে এভাবেই মোট ৮১ হাজার টাকা গায়েব হয়ে যায়। তিনি সিউড়িতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সিউড়ি সাইবার ক্রাইম থানার পুলিশর ইলেকট্রনিক ক্রাইম ডিটেক্ট প্রক্রিয়ায় ধরা পরে চারজন। তাদের কাছে থেকে বেনামি মোবাইল সিম, অনেক মোবাইল, এটিএম কার্ড সহ নানা ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, জেলার সাইবার ক্রাইম থানা উদ্বোধনের পর এটাই সাইবার থানার প্রথম নিজস্ব মামলা। তিনি আরো বলেন মানুষকে সচেতন হতে হবে, আমরাও সচেতন করছি। এই ধরনের অপরধীদের ধরার যে পরিকাঠামো দরকার এখন জেলা পুলিশে তা এসেছে, তাই আরও ভাল কিছু সাফল্য মিলবে বলে আশা। আমরা চারজনকে ধরেছি বাকি যারা আন্তঃরাজ্য সাইবার ক্রাইমে যুক্ত তাদের কে ধরা হবে। এই চক্রের অন্যান্যদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments