eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান শিবির

দুর্গাপুরে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শহরে হয়ে গেল বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান শিবির। গত ২১ তারিখ থেকে শুরু হওয়া তিন দিনের এই শিবিরে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা ২৫ জনকে কৃত্রিম হাত ও ৯০ জনকে কৃত্রিম পা প্রদান করা হয়।

প্রসঙ্গত দুর্ঘটনা সহ নানা কারণে বহু মানুষ তাঁদের অঙ্গপ্রত্যঙ্গ হারান। অনেক অসহায় মানুষের পক্ষেই নকল অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ভার বহন করা সম্ভব হয়না। যার জেরে ছেদ পড়ে জীবনের চলার ছন্দে। অবসাদ ও হতাশায় ডুবে যান অনেকেই। নতুন করে জীবনে ঘুরে দাঁড়ানো সাহস হারিয়ে ফেলেন এই সব মানুষেরা। তাঁদের কথা মাথায় রেখেই অঙ্গ প্রত্যঙ্গ হারানো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় রোটারি ক্লাব অফ দুর্গাপুর স্মার্ট সিটি। আর তাদের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে সাহায্য়ের হাত বাড়িয়ে দেয় দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব।

গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবে অনুষ্ঠিত এই মানবিক কর্মকান্ডে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী,দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, রোটারিয়ান অশোক আগরওয়াল। এছাড়াও উপস্থি ছিলেন আয়োজক সংগঠনের পক্ষ থেকে সমাজসেবী রোটারিয়ান সুবীর রায়,রক্তদান আন্দোলনের নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী কবি ঘোষ ও গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক মকুট নাহা সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই শিবির অঙ্গ-প্রত্যঙ্গহীন মানুষদের কাছে যেন হয়ে উঠেছিল আর্শীবাদ। অন্যদিকে এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments