সঙ্গীতা চৌধুরীঃ– একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, এক বন্ধুর সাথে সমস্যা হওয়ায় তিনি বন্ধুর সঙ্গ ত্যাগ করেন, কিন্তু তারপর থেকে তার সেই বন্ধু নানা স্থানে তার নামে কুৎসা রটান, যেকারণে অনেক বন্ধু তার প্রতি বিরূপ হয়ে পড়ছে। এক্ষেত্রে কী করণীয়? স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন, “আমি আপনার জায়গায় হলে তার প্রতি উদাসীন থাকব। একটা কথা, যে লোক আপনার কাছে অন্যের নিন্দা করে সে অন্যের কাছে আপনারও নিন্দা করে। দ্বিতীয়ত, যে অন্যের কাছে শুনে আপনার প্রতি বিরূপ হয় সে প্রকৃত বন্ধু নয়। অতএব এই দু’ধরণের লোক বন্ধু হওয়ার বা বিশ্বাসের যোগ্য নয়। আর আপনার সমালোচনা হওয়ায় দুঃখ পেলে বাঁচবেন কীভাবে?”
মহারাজ আরও বলেন,“আপনি যত ভালো মানুষই হন, যত ভালো কাজই করুন, কিছু লোক সমালোচনা করবেই। এটা তাদের বিনোদন, টাইমপাস। অনেকে ঈর্ষাবশত বা রেগে গিয়ে নিন্দা করে। আপনার চেয়ে আমার সমালোচকের সংখ্যা অনেক বেশি। রবিঠাকুর, স্বামীজি, নেতাজী’র সমালোচক আরও বেশি। তবে, আপনিও চুপ করে থাকুন এ-কথা আমি বলছিনা। দরকার হলে সরাসরি ওই বন্ধুকে প্রশ্ন করতে পারেন কেন সে এমন করছে। অন্য বন্ধুদের বলতে পারেন প্রকৃত সত্য কি। ভেবে দেখুন, অন্যদের সঙ্গে আলোচনা করুন। পরে সিদ্ধান্ত নিন কি করবেন। একইসাথে ঈশ্বরের কাছে প্রার্থনাও করুন সমস্যা মিটে যাওয়ার জন্য।”