সংবাদদাতা, কাঁকসাঃ-
কাঁকসা পঞ্চায়েতের কার্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হল কৃষকদের শস্য বীমার নাম নথিভূক্ত এর কাজ। এদিন প্রায় ১০০ জন কৃষক তাদের ফসলের বিমা করান। প্রতিবছরই শীতের সময় নানান রকম শস্য চাষ করে থাকেন কৃষকেরা তবে কুয়াশার কারণে ও প্রাকৃতিক দুর্যোগের ফলে অধিকাংশ কৃষকের ফসল নষ্ট হতো তাই রাজ্য সরকারের উদ্যোগে এবার কৃষকদের জন্য শস্য চাষের বীমা র কাজ শুরু হল। পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন কাঁকসা অঞ্চলের অধিকাংশ কৃষক কে বীমার আওতায় আনা হচ্ছে এর ফলে কৃষকরা কোন প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসল নষ্ট হলে তারাবি মা দরুন ক্ষতিপূরণের টাকা পাবেন এর ফলে এতদিন যেসব কৃষকদের ফসল নষ্ট হতো তার সাথে ক্ষতিপূরণ নিয়ে দুশ্চিন্তায় থাকতো তারা ক্ষতিপূরণ পাওয়ার ফলে অনেকটাই তারা চিন্তা মুক্ত হবে।