সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ– জমি দাতার জমি দানের বিষয়টি স্মরণীয় করে রাখতে প্রতি বছর হাতাপাতালের যাত্রার শুরু দিনটি বিশেষভাবে পালিত করে পূর্ব বর্ধমানের গলসি ১ নাম্বার ব্লকের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষ। প্রসঙ্গত এক সময় এই ব্লকের পুরসা অঞ্চলে বাসিন্দা হাজী আব্দুল জব্বার মণ্ডল স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি দান করেছিলেন। সেই জমিতেই গড়ে ওঠে স্বাস্থ্য কেন্দ্রটি এবং ১১ ই অক্টোবর তা সাধারণের পরিষেবার জন্য উন্মুক্ত করা হয়। প্রতিবছর এই দিনটি স্বেচ্ছা রক্তদান শিবিরের মধ্য দিয়ে পালন করে স্বাস্থ্যকেন্দ্রটি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মূলত ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পায়েল বিশ্বাসের নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এদিন হাজী আব্দুল জব্বার মণ্ডলের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা হয়। শিবিরে সমস্ত বিভাগের ডাক্তার, স্টাফ সহ শুভানুধ্যায় মানুষজন স্বেচ্ছায় রক্তদান করেন। ডাক্তার পায়েল বিশ্বাস, ডাক্তার সায়ন জোয়ারদার সহ মোট ২৭ জন রক্তদান করেন। এর মধ্যে ৫ জন বিরল গ্রুপের রক্তদাতা রক্ত দান করেন ও ৩জন প্রথবার রক্তদান করেন। শিবির থেকে রক্ত সংগ্রহ করে কাটোয়া মহকুমা হসপিটাল হেমরাজ ব্লাড সেন্টার। শিবিরটি পরিচালনায় সাহায্য করে দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সদস্যরা।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল চন্দ্র ঘোড়ুই, কাটোয়া মহকুমা হসপিটাল হেমরাজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে ডাক্তার শংকর দাস, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক এস এস যাদব, অঙ্কন দত্ত, কার্যকরী সদস্য আফতাব হোসেন ও মিতা গাঙ্গুলি। শিবিরে উপস্থিত সকল রক্তদাতা, অতিথি ও মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানান বিওএমএইচ ডাক্তার পায়েল বিশ্বাস।