সংবাদদাতা, গলসীঃ- মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম বীরেন্দ্র কর্মকার। গলসি বাসস্ট্যান্ড এলাকায় তার বাড়ি। বুধবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন আদালতে দাঁড়ান নি। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম। ধৃতকে আইনি সাহায্য দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারিকে নিের্দশ দিয়েছেন সিজেএম।
পুলিস জানিয়েছে, সাবিত্রী কর্মকারের সঙ্গে বেশ কয়েক বছর আগে বীরেন্দ্রর বিয়ে হয়। তাদের একটি ছেলেও রয়েছে। কিছুদিন আগে সাবিত্রী লক্ষ্য করেন, তাঁর স্বামী রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছে। এর প্রতিবাদ করেন তিনি। সেজন্য তাঁকে হামেশাই মারধর করা হয়। মঙ্গলবার রাতে সাবিত্রী ও তাঁর ছেলে খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যান। রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে বীরেন্দ্র। এমনকি সাবিত্রীর গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এলে সাবিত্রীকে ছেড়ে দেওয়া হয়। রাতেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন সাবিত্রী।