সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীতের মরশুমের শুরু থেকেই এ বছরে সরকারি বা বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির ঢল নেমেছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির নামো পাড়া বড় কালীতলা যুব ক্লাবের উদ্যোগে ২৬ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী,২০২৩ চার সন্ধ্যাব্যাপী আয়োজিত হল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন এই অনুষ্ঠানের থিম ছিল প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন স্বাধীন রাজার আমল থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত জাতীয় পতাকার ক্রম বিবর্তন। থিমের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয় এবং বাইরে থেকে আসা বিভিন্ন শিল্পীরা প্রতিদিন তাঁদের পরিবেশিত সংগীত, আবৃত্তি,নৃত্য ইত্যাদির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। প্রতিভাময়ী ও জনপ্রিয় সংগীত শিল্পী শ্রাবয়িতা দে দাস-এর অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ্য হয়।