সংবাদদাতা,বাঁকুড়াঃ- কুম্ভ থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন ৩ পুণ্যার্থী। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার। জানা গেছে একটি মারুতি গাড়ি করে কুম্ভ থেকে ফিরছিলেন ওই পুণ্যার্থীরা। পথে গঙ্গাজলঘাটির জঙ্গলে কোনভাবে উল্টে যায় গাড়িটি। গাড়ির মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে গাড়িতে চালক সহ তিন পুণ্য়ার্থী ছিলেন। সকলেই বাঁকুড়ার গোবিন্দনগর এলাকার বাসিন্দা।





