সংবাদদাতা, আসানসোলঃ- গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পূর্ণ্যার্থীদের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোষ্টে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে আগত গঙ্গাসাগর পুন্নার্থীদের হাতে পানীয় জলের বোতল তুলে দেওয়া সহ চা ও মিষ্টিমুখ করানো হয়। গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পুন্যার্থীদের গাড়ি পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্ট প্রবেশ করার সাথেই কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের হাতে পানীয় জলের বোতল সহ চা তুলে দেওয়া হয়। এর পর পূণ্যার্থীদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পূণ্যার্থীরা। এদিন ভিন্ন রাজ্য থেকে আগত গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থীরা সীমান্ত অতিক্রম করে রওনা হয়েছেন। রাত পার হলেই মকর সংক্রান্তি। সেই পূণ্য লগ্নেই পূণ্যার্থীরা সাগরে অবগাহণ করবেন।