সৌভিক সিকদার, গণপুর, পূর্ব বর্ধমান-: নির্ধারিত সময়ে চূড়ান্ত পর্যায়ের খেলার ফল ছিল গোলশূন্য। টাই-ব্রেকারেও উভয় পক্ষ সমান সংখ্যক গোল করে। শেষপর্যন্ত সাডেন ডেথে গণপুর নরেন্দ্র স্মৃতি ফুটবল ক্লাবকে পরাস্ত করে গণপুর মা রটন্তী ক্লাব পরিচালিত দু’দিন ব্যাপী মিনি ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করল কুড়ুম্বার হ্যাপিটিম। চূড়ান্ত পর্যায়ের খেলার ফল গোলশূন্য থাকলেও সেটি চরম উত্তেজনাকর ছিল। খেলার শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিজয়ী ও পরাজিত উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। যদিও আলোর স্বল্পতার জন্য চূড়ান্ত পর্যায়ের খেলার সময় সীমা কমিয়ে দেওয়া হয়।
এর আগে প্রথম সেমিফাইনালে গণপুর নরেন্দ্র স্মৃতি ফুটবল ক্লাব কুড়ুম্বার অল ইন ওয়ান ক্লাবকে ২-১ গোলে এবং দ্বিতীয় সেমিফাইনালে কুড়ুম্বার হ্যাপিটিম ১-০ গোলে হুগলীর ভাতেনপাড়া ৭ স্টার ক্লাবকে পরাস্ত করে ফাইনালে ওঠে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে দু’দিনই খেলার মাঠে আগ্রহী দর্শকদের ভিড় ছিল যথেষ্ট।





