নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহের নামে এবার অতিরিক্ত কর কৌশল করে জনগনের ওপর চাপাতে চাইছে দুর্গাপুর নগর নিগম। এমনই অভিযোগ তুলে এখানকার সগরভাঙ্গাঁয় জন আন্দোলন গড়ে তুলতে চাইছে এবার সিপিএম। মঙ্গঁলবার দলের দুর্গাপুর (পূর্ব)- ২ নং এরিয়া কমিটির ডাকে সগরভাঙ্গাঁর ৪ নং বরো দপ্তরে কর বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ হল। নেতৃত্বে ছিলেন দলের নেতা সিদ্ধার্থ বাবু।
সম্প্রতি জঞ্জাল প্রক্রিয়া করনের সুবিধার জন্য ২০ টাকার বিনিময়ে দু’টি করে নীল আর সবুজ রঙের বালতি দেওয়া হয়েছে। তার একটি তে পচনশীল, অন্যটি তে অপচনশীল জঞ্জাল রাখতে হবে গৃহস্থ কে। বিশেষ একটি সূত্রে জানা গেছে, জঞ্জাল সংগ্রহের জন্য বরাবর প্রতিটি বাড়ী থেকে মাঝে মাঝে যে টাকা নেওয়া হয়, সম্প্রতি পুরসভা তার কর বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়েই ক্ষোভ বাড়ছে জন মানসে। কারন, পুরসভা এক ধাক্কায় জঞ্জাল কর মাসে ৫০ টাকা থেকে ১২৫ টাকা করতে চাইছে।