মনোজ সিংহ, দুর্গাপুরঃ- শিল্পাঞ্চল দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে দুরারোগ্য হেপাটাইটিস রোগ হেরে গেল বিশ্বাস,প্রেম ও প্রতিশ্রুতির কাছে। একটি বিশেষ ওয়ার্ডে বিয়ে বাড়ির আয়োজন। ডাক্তার, নার্স , স্বাস্থ্যকর্মী, ওয়ার্ড বয়, সবাই ছোটাছুটি করছে বরের আগমনকে স্বাগত জানাতে হাসপাতালে । হাসপাতালে বিয়ে বাড়ি এ আবার কি কথা ? হ্যাঁ, ঠিকই শুনছেন এমনই এক অনবদ্য ঘটনার সাক্ষী রইল শিল্পাঞ্চল দুর্গাপুর।
উল্লেখ্য, দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি কর্মসূত্রে দুর্গাপুরে আসেন আড়াই বছর আগে। এক বন্ধু মারফত সুচরিতা পাত্র নামে এক মহিলার সাথে আলাপ হয় অমিতের। প্রথম পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সহমতে তাদের শুভ বিবাহের দিন ঠিক করা হয় ২রা মার্চ ২০২৪। কিন্তু নিয়তির আজব খেলায় গুরুতর ‘হেপাটাইটিস’ রোগে আক্রান্ত হয়ে পাত্রী সুচরিতা পাত্র , সিটি সেন্টার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বিয়ের ঠিক একদিন আগেই এই ঘটনার কথা জানতে পারেন পাত্রের পরিবার।
কিন্তু উদার অমিতের পরিবার প্রেম, বিশ্বাস ও প্রতিশ্রুতির মর্যাদা দিতে তৎক্ষণাৎ ঠিক করেন বিয়ে ২রা মার্চ ই ২০২৪ হবে। প্রয়োজনে হাসপাতালের বিছানাতেয় । যেমন ভাবা তেমন কাজ। গত ২রা মার্চ ই ২০২৪ শনিবার সন্ধ্যায়, হিন্দু শাস্ত্রমতে পুরোহিত এনে হাসপাতালের ওয়ার্ডে বিয়ে হল অমিত সুচরিতা সিন্দুর দান, মালা বদল। হাসপাতালের কর্মীরা নিজেদেরকে ভাগাভাগি করে নেন কন্যাপক্ষ ও বরপক্ষ মধ্যে। অমিত সুচরিতার জীবন সুখের, শান্তির ও সুস্বাস্থ্যের যেন হয় এই শুভকামনা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। দুই পরিবারের সকল উপস্থিত সদস্যরা বিয়ের আনন্দে আত্মহারা। প্রেম, বিশ্বাস ও প্রতিশ্রুতি রক্ষা যে এক দুরারোগ্য রোগ কেও মাত দিতে পারে তা এই ঘটনায় সাক্ষ্য প্রমাণ।