eaibanglai
Homeএই বাংলায়গীতার এই তিন বাণী নতুন বছরকে করে দেবে নব আশা উদ্যমে ভরপুর

গীতার এই তিন বাণী নতুন বছরকে করে দেবে নব আশা উদ্যমে ভরপুর

সঙ্গীতা চৌধুরীঃ– ২০২৪ সাল শেষ হয়ে যাচ্ছে, রাত পোহালেই নতুন বছর আসছে। বছর শেষে শ্রীমদ্ভাগবত গীতার এমন কতগুলি বাণী শুনুন যা জীবনকে বদলে দেবে, নতুন কাজে এনে দেবে নব উদ্যম।

১। কর্মফলের আশা ত্যাগ-কোন‌ও একটি কাজ করলে সেই কাজের প্রতি একটা আশা যুক্ত হয়ে যায়। অর্থাৎ কোন একটি কর্ম করলে মনের মধ্যে থেকে সেই কর্মের প্রতি একটি ফল পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় এই ফল পাওয়ার আকাঙ্ক্ষাকে ত্যাগ করুন। ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়ার গীতার এই বাণী মেনে চললে হতাশা আপনার ধারে কাছে আসবে না।
চাকরির কোন‌ও একটি পরীক্ষায় ব্যর্থ হলেও আপনি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মনের জোর খুঁজে পাবেন যদি এই কর্মফলের প্রতি আশা আপনি ত্যাগ করতে পারেন অনায়াসে‌ই।

২। আশা ত্যাগ করা- গীতায় বলা হয়েছে পরমাত্মাই সব। তিনিই এক থেকে বহু হয়েছেন এই কথা জেনে কারোর থেকে কোন কিছু পাওয়ার আশা ত্যাগ করুন তাহলে জীবনে সুখী হতে পারবেন। আপনি শুধুমাত্র নিজের কর্তব্যকর্মটুকু করে যান, কে কী করল সেদিকে নজর দেবেন না। কে আপনাকে কী দিল – সেই হিসেবেও নজর দেবেন না কারণ মনে রাখবেন ভগবান চাইলে এক মুহূর্তেই আপনার সকল অভাব দূর করে দিতে পারেন। তবুও তিনি আপনাকে অভাবের মধ্যেই রেখেছেন অর্থাৎ এটি আপনার পূর্বকৃত কর্মফলের সঙ্গে জড়িত, তাই কারোর প্রতি কোন আশা না রেখে কাজ করে চলুন।

৩। লোভ লালসা বর্জন- জীবনে শান্তি পেতে গেলে লোভ-লালসা বর্জন করতে হবে। নিজেদের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করা যেদিন আমরা ছেড়ে দেবো সেদিন আমরা প্রত্যেকেই সুখী হয়ে উঠব। তাই সুখী হতে চাইলে অন্যের জীবন দেখে ঈর্ষান্বিত হওয়া বন্ধ করুন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments