মনোজ সিংহ দুর্গাপুরঃ– ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর ১৯৭৫ সালে তিনটি কক্ষ, তিনজন শিক্ষক এবং ত্রিশজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল। আজ, স্কুলটিতে প্রায় ছয় হাজার শিক্ষার্থী রয়েছে, যাদের প্রায় ২৫০ জন শিক্ষক পাঠে সহায়তা করেন। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন গত বছর শুরু হয়েছিল, যার সমাপনী অনুষ্ঠানটি শনিবার, ১০ জানুয়ারী উদযাপিত হতে চলেছে। এই উপলক্ষে, সকালে ২৫১ কুণ্ডের একটি হবন পরিবেশিত হবে, তারপরে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পদ্মশ্রী পুনম সুরি, মণি সুরি এবং নিশা পেসিন প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত থাকবেন।


ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর তাদের সুবর্ণ জয়ন্তী উৎসবকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে সোনালী আলোর চাদরে মুড়ে দিয়েছে গোটা স্কুল ও তার আশেপাশের এলাকা। ডিএভি মডেল স্কুল সংলগ্ন মূল রাস্তার ওপরে রঙিন আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্র। নিঃসন্দেহে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরের প্রাক্তন সকল ছাত্র-ছাত্রী পৃথিবীর বিভিন্ন জায়গায় সু প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা আজ সকলেই গর্বিত অনুভব করছেন। তাদের ছোট-বেলাকার স্কুল আজ ৫০ বছরে পদার্পণ করে শিক্ষাক্ষেত্রে স্বর্ণ যুগের সৃষ্টি করেছে।


ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষ এবং ডিএভি ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা পাপিয়া মুখার্জি তাঁর আনন্দ প্রকাশ করে বলেন যে, “ডিএভি মডেল স্কুল দুর্গাপুরের গর্ব। এই স্কুলের শিক্ষার্থীরা কেবল দেশেই নয়, বিদেশেও তাদের ছাপ রেখে চলেছে। এখানে, শিক্ষার্থীদের বৈদিক সংস্কৃতি, আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা এবং একাডেমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন প্রদান করা হয়।”


ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য রইল সুবর্ণজয়ন্তীর সোনালী আলোয় আলোকিত ডিএভি মডেল দুর্গাপুর স্কুলের সন্ধ্যাকালীন কিছু চিত্র।




















