eaibanglai
Homeএই বাংলায়দুয়ারে সরকারের পাল্টা 'বিকশিত ভারত'

দুয়ারে সরকারের পাল্টা ‘বিকশিত ভারত’

সংবাদদাতা, দুর্গাপুর:- লোকসভা নির্বাচনের প্রাক্কালে নয়া কর্মসূচির সূচনা হতেই সরগরম রাজনীতির অঙ্গন |বিকশিত ভারত প্রকল্পে কর্মীদের আটকে রাখার হুঁশিয়ারি তৃণমূল নেতার |ভারতবর্ষ শুকিয়ে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় আর রাজ্যের প্রকল্পের সুবিধা পাচ্ছে না মানুষ , সমালোচনায় সরব সিপিআইএমও।, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হল ‘বিকশিত ভারত’ ক্যাম্প। রাজ্যে প্রথম দুর্গাপুরের ইস্পাত পল্লীতে এই প্রকল্পের সূচনা করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি বলেন, ‘এই ক্যাম্পে উজ্জলা যোজনা, মুদ্রা লোন, প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্যাম্প থেকেই অনেক আবেদনকারীরা পাচ্ছেন ঋণও। শুধু ক্যাম্পের মাধ্যমেই নয় ভ্রাম্যমান গাড়ি ও পৌঁছে যাবে প্রান্তিক এলাকায় এলাকায়। লক্ষ্য একটাই কেন্দ্রীয় প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি তিনি বলেন যদি তৃণমূলের কর্মীরা বাধা দেয় তাহলে বুঝতে পারবে ওঁরাও ।’

তৃণমূলের দুয়ারে সরকার প্রকল্পকে কপি করে নতুন নাম দিয়ে পেস্ট করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বিজেপি। একশ দিনের কাজের টাকা মানুষ না পেলে ‘বিকশিত ভারত’ প্রকল্পের কর্মীদের ঘেরাও করে রেখে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। সমালোচনায় সরব হয়ে সিপিএমের সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন প্রকল্প অনেক আসে কিন্তু আদতে সুবিধা পায় না কেউই। উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে অনেকে কিন্তু দাম বাড়ায় ফাকায় পড়ে সিলিন্ডার। ভারত বর্ষ আদতে শুকিয়ে যাচ্ছে বলেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments