জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা পূর্ব বর্ধমান -: সরকারি পরিষেবাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের অভিনব প্রকল্প – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। দাবি করা হচ্ছে, শুধু এইদেশে নয়, সমগ্র বিশ্বে এই ধরনের কর্মসূচি এই প্রথম নেওয়া হচ্ছে। লক্ষ্য এলাকার বাসিন্দারা যাতে নিজ নিজ এলাকার ছোটবড় সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন। এরজন্য মোটামুটি ১৬ টি সাধারণ সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।
৭ ই আগস্ট গুসকরা পুরসভার কনফারেন্স হলে আয়োজিত এই কর্মসূচিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুসকরা পুরসভার ৯ নং ওয়ার্ডের ১৯১, ১৯২ ও ১৯৩ বুথের বাসিন্দারা নিজ নিজ এলাকার সমস্যা উপস্থিত সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সেগুলি লিপিবদ্ধ করা হয়। অধিকাংশ বাসিন্দা নিকাষী নালার সমস্যার দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রবল বৃষ্টিতে বেহাল হয়ে পড়া রাস্তার মেরামতের প্রতি নজর দেওয়ার জন্য পুরসভার কাছে আবেদন করা হয়।
৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হলেন পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম। স্বাভাবিকভাবেই এই কর্মসূচির প্রতি ওয়ার্ডবাসীর আলাদা আগ্রহ ছিল। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তি শিবিরে উপস্থিত ছিলেন। পুরসভার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে তাদের বরণ করা হয়।
যদিও এই কর্মসূচির সাফল্য নিয়ে তৃণমূল বিরোধীরা সন্দেহ প্রকাশ করেন। তাদের বক্তব্য, তৃণমূল কর্মীদের উপস্থিতিতে এলাকাবাসীরা কি সমস্যার কথা তুলে ধরতে সাহস করবেন?
শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম, চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ জেলা ও ব্লক পর্যায়ের সরকারি আধিকারিকরা।
চেয়ারম্যান বলেন, অবস্থানগত বৈশিষ্ট্যের জন্য গুসকরা পুরসভার জল নিকাশী সমস্যা দীর্ঘদিনের। জল জমে সাধারণ মানুষের যাতে কোনোরকম দুর্ভোগ নাহয় তার জন্য আমরা সতর্ক আছি। একটানা বৃষ্টির জন্য পুর এলাকার বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি থামলেই সেগুলি দ্রুত মেরামত করা হবে।





