নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– তাঁরা প্রতিপক্ষ। গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর আসনের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াইও করেছেন। কিন্তু তাতে কি! প্রতিপক্ষের বিয়ের খবর শুনে ‘মেরে ইয়ার কি শাদী হ্যায়’ গানে গলা মেলালেন। নিজে মিষ্টি মুখ করার পাশাপাশি তৃণমূল কর্মীদেরও মিষ্টি করালেন। নবদম্পতিকে আগাম শুভেচ্ছা বার্তা জানালেন। করলেন মা ভগবতীর কাছে মঙ্গল প্রার্থনাও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিয়ের খবর শুনে এমনই হালকা মেজাজে দেখা গেল দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদকে।
তাঁকে মিষ্টি মুখ করতে দেখে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে কীর্তি হিন্দিতে জানান, তাঁকে নিমন্ত্রণ জানানো হয়নি। তবে তিনি তাতেও প্রসন্ন। এমনকি তাঁকে নিমন্ত্রণ করলে আজ কলকাতায় যতো ফুলের দোকান রয়েছে সব ফুল কিনে বন্ধুকে শুভেচ্ছা জানাতে যেতেন। এবং তিনি আশা করছেন এবার থেকে দিলীপ ঘোষ জয় শ্রী রামের বদলে জয় সিয়া রায় বলবেন। কারণ সীতা মায়ের জন্য রামের এত প্রতাপ। আর শক্তির কারণেই প্রকৃতি চলছে। পাশাপাশ তিনি এও আশা প্রকাশ করেন বিবাহিত জীবনে প্রবেশের পর থেকে বিজেপির এই লড়াকু নেতা আর আগের মতো রেগে জাবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কীর্তি আজাদ। দুই জুজু ধান প্রতিপক্ষ একে অপরকে তীব্র আক্রমণ করলেও দুজন একে অপরের প্রতি কোন অশালীন মন্তব্য প্রয়োগ করেননি। এমনকি নির্বাচনের দিন বর্ধমানের দুই প্রতিপক্ষ মুখোমুখি হওয়ায় কোলাকুলিও করেছিলেন।
এবার সেই দাপুটে প্রতিপক্ষই তথা বিজেপির লড়াকু নেতা শুক্রবার সন্ধ্যায় কলকাতার তাঁর নিউ টাউনের বাড়িতে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।





