eaibanglai
Homeএই বাংলায়গুসকরায় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ

গুসকরায় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমানঃ- গত ৯ ই আগস্ট রাজ্যের অন্যতম ‘এলিট’ হাসপাতালে আরজি করে ঘটে গ্যাছে মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষিতা ও খুন হয়েছেন তরুণী পড়ুয়া চিকিৎসক তিলোত্তমা। প্রথমে তদন্ত শুরু করে রাজ্য পুলিশ এবং ২৪ ঘণ্টার মধ্যে একজন সন্দেহভাজন আভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত শুরু করে। দেখতে দেখতে পক্ষকাল পার হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। আরজি করের ঘটনায় বিরোধীদের কৌশল সামাল দিতে ও সিবিআইয়ের উপর চাপ বাড়াতে দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর নির্দেশে রাস্তায় নামল তৃনমুল ছাত্র পরিষদ।

দোষীদের ফাঁসির দাবিতে আউসগ্রাম বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ৩১ শে আগস্ট গুসকরা স্কুলমোড়ে এক অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়। তাদের মূল আওয়াজ ছিল ‘সিবিআইকে চেপে ধর, জাস্টিস ফর আরজি কর’। পাশাপাশি তাদের দাবি ছিল আর জি করের নৃশংস ঘটনার দ্রুত বিচার, ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় দু’ঘণ্টা ব্যাপী এই অবস্থান বিক্ষোভ চলে।

অফিস টাইমে ব্যস্ত রাস্তায় তৃণমূলের এই অবস্থান বিক্ষোভের জন্য এন এইচ -২ এর উপর অবস্থিত স্কুলমোড় এলাকায় যান চলাচলের সাময়িক সমস্যার সৃষ্টি হলেও কখনোই সেটা ব্যাপক আকার ধারণ করেনি।

এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের নব নিযুক্ত ইউনিট সভাপতি সুমন মুখার্জী, সহ-সভাপতি মলি দাস, মাম্পি রায়, প্রমিত চৌধুরী, সেখ সামিউল হক, রিয়া মন্ডল, সুমন প্রামানিক, গুসকরা শহর টিএমসিপির সভাপতি রণিত ঘোষাল, আউসগ্রাম ১ নং ব্লক টিএমসিপির সভাপতি তন্ময় গোস্বামী সহ প্রাক্তন ছাত্র নেতা তাপস চ্যাটার্জ্জী, প্রশান্ত গোস্বামী সহ আরও অনেকেই।

সুমন মুখার্জ্জী বলেন – রাজনীতি নয়, আমাদের একটাই দাবি অপরাধীর দ্রুত শাস্তি। একইসঙ্গে ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইনের পরিবর্তন করতে হবে। পাশাপাশি বিজেপির বাংলাকে অশান্ত করে তোলার চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments