eaibanglai
Homeএই বাংলায়রক্তদান শিবিরের আয়োজন করল গুসকরার একটি ক্লাব

রক্তদান শিবিরের আয়োজন করল গুসকরার একটি ক্লাব

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: দীর্ঘদিন ধরেই পাড়ার মধ্যে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার ইচ্ছে থাকলেও বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল- কখনো প্রকৃতি, কখনো অন্য কোনো কারণ সামনে এসে যাচ্ছিল। অবশেষে গত ২৭ শে অক্টোবর তাদের সেই সুপ্ত ইচ্ছে বাস্তবের রূপ পায়। রায় পাড়ার কালী মন্দিরের কাছে আয়োজিত হয় তাদের বহু আকাঙ্খিত স্বেচ্ছায় রক্তদান শিবির। ওরা সব গুসকরা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত আলুটিয়া ‘সূর্য সংঘ’ এর সদস্য।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে মোট ৪৬ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে প্রায় ১৫ জন ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিদ্যুৎ রায়, সহ-সভাপতি অভিজিৎ কোয়ার, সম্পাদক মণিশংকর রায়, সহ-সম্পাদক মেঘনাথ রায়, শান্তনু রায়, শ্যামা চরণ দে, বিমল রায়, গোপাল দাস বৈরাগ্য, বিধানচন্দ্র হাজরা, মৃণাল কান্তি কোনার, উমাশঙ্কর রায় সহ অন্যান্য ক্লাব সদস্য এবং স্থানীয় কাউন্সিলর সাধনা কোনার।

মণিশংকর বাবু বললেন, আশেপাশের অন্যান্যদের রক্তদান শিবিরের আয়োজন করতে দেখে আমাদের মনের মধ্যে এই ধরনের শিবিরের আয়োজন করার ইচ্ছে হয়। নিজেদের মধ্যে আলোচনাও করি। কিন্তু বারবার প্রাকৃতিক বিপর্যয় বাধা সৃষ্টি করছিল। অবশেষে প্রথমবারের জন্য সেই শিবিরের আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। তিনি প্রত্যেক রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের ও অন্যান্যদের সহযোগিতা প্রার্থনা করেন।

পাড়ার ছেলেদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে কাউন্সিলর সাধনা কোনার বলেন, আশাকরি আগামীদিনেও এরা এইধরনের বিভিন্ন সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments