eaibanglai
Homeএই বাংলায়শহরকে পরিচ্ছন্ন রাখতে গুসকরা পুরসভার অর্থবহ উদ্যোগ

শহরকে পরিচ্ছন্ন রাখতে গুসকরা পুরসভার অর্থবহ উদ্যোগ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা সক্রিয় আছে গুসকরা পুরসভা কর্তৃপক্ষ। শহরের মধ্যে আছে একাধিক সরকারি দপ্তর। বিভিন্ন কাজে সেখানে বহু মানুষের আগমন ঘটে। লক্ষ্য গুসকরা শহরে অবস্থিত সেইসব সরকারি দপ্তর পরিচ্ছন্ন রাখা এবং শহরবাসীকে দূষণ মুক্ত একটা পরিচ্ছন্ন সরকারি দপ্তর উপহার দেওয়া। এছাড়া শহরের বাইরে পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে গুসকরা শহরে আসেন। তাদের সামনে শহরের ভাবমূর্তি উজ্জ্বল রাখাটাও অন্যতম লক্ষ্য থাকে।

লক্ষ্য পূরণের লক্ষ্যে প্রতি রবিবার এবং ছুটির দিন পৌরপ্রধান কুশল মুখার্জ্জীর নেতৃত্বে পুরসভার সাফাই কর্মীরা পৌঁছে যাচ্ছেন পূর্ব নির্ধারিত জায়গায়। পাশে থাকছেন পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কর্মী গৌতম মণ্ডল ও প্রদীপ দাস সহ অন্যান্যরা।

গুসকরা শহরের অন্যতম প্রাণকেন্দ্র হলো গুসকরা হাটতলা। প্রতিদিন সেখানে বহু মানুষের আগমন ঘটে। দুপুরে সাফাই কর্মীরা আবর্জনা বহন করার নির্দিষ্ট গাড়ি করে হাটতলায় জমা হওয়া আবর্জনা নিয়ে গেলেও ভিড়ের কারণে সার্বিক পরিস্কার করা সম্ভব হয়না। জনৈক ব্যবসায়ীর মৃত্যু জনিত কারণে ১০ ই মে সব্জী হাট বন্ধ থাকায় সাফাই কর্মীরা হাটতলা চত্বর ঝাঁট দিয়ে পরিস্কার করার সুযোগ পায়। এছাড়া জলনিকাশী ড্রেনগুলিও পরিস্কার করা হয়। একটা সময় প্রদীপ বাবুকেও এই কাজে হাত লাগাতে দেখা যায়।

পুরসভার চেয়ারম্যানকে পাশে পেয়ে তীব্র গরমকে উপেক্ষা করে রীণা, টগর, সরস্বতী, লক্ষ্মী, নীলিমা, মীনা, পুষ্প, পূর্ণিমা, রূপা, মায়া,
বুড়ি, কল্পনা, বুড়ি, রাজশ্রী প্রমুখ সাফাই কর্মীরা প্রবল উৎসাহে সাফাই কাজ করেন।

রীণা দেবীর বক্তব্য, আমাদের মত সাফাই কর্মীদের পাশে যখন স্বয়ং পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলার ও দপ্তরের কর্মীরা শুধু উপস্থিত থাকেননা মাঝে মাঝে আমাদের সঙ্গে সাফাই কাজে হাত লাগান তখন আলাদা উৎসাহ পাওয়া যায়। চেয়ারম্যানের বক্তব্য, গুসকরা আমাদের সবার প্রিয় শহর। সুতরাং শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তিনি শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য শহরবাসী এবং শহরে আগতদের সহযোগিতা ও সচেতনতা প্রার্থনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments